সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এবং আগামী দু-তিন দিনের মধ্যেই প্রজ্ঞাপণ জারি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে সচিব কমিটির সুপারিশ পর্যালোচনা করে দেখে মন্ত্রিসভা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা না রেখে সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগের সুপরিশ করে সচিব কমিটি। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা বলবৎ থাকছে।
গত ১১ এপ্রিল সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কোটা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠিত হয়। এই কমিটি, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়। ১৯৭২ সালে নির্বাহী আদেশে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়।