র্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে যোগ দিলেন কর্ণেল মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন বলে র্যাব কার্যালয় জানায়।
র্যাব হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, কর্নেল জাহাঙ্গীর কর্নেল স্টাফ, ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল সেনানিবাসে নিযুক্তি থেকে প্রেষণে র্যাব ফোর্সেসে যোগদান করেন। তিনি র্যাব-১১ এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৬ ডিসেম্বর ১৯৯৩ তারিখে ২৯তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ৫৫ এবং ১৬ ইস্ট বেঙ্গলে বিভিন্ন দায়িত্ব ৩৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একটি পদাতিক ব্রিগেডে জিএসও-৩ (অপস্), সেনাসদরের মিলিটারি অপারেশনস্ পরিদপ্তরের জিএসও-২ (অপস্) এবং পদাতিক পরিদপ্তরের জিএসও-১ এর দায়িত্ব পালন করেন। তিনি আর্মড ফোর্সেস ডিভিশনের (এএফডি) জিএসও-১ (জয়েন্ট অপারেশন)- এর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে কুয়েত সেনাবাহিনীতে তিন বৎসর প্রেষণে কর্মরত ছিলেন।