এবার রাজশাহীর আদালতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে।
রবিবার (২৮ অক্টোবর) দুপুরে মহানগর যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভিন স্বপ্না রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আদালতের বিচারক মাহাবুবুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী দিনে আসামি ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।’
মামলার অভিযোগে বলা হয়, ব্যারিস্টার মইনুল বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের টক শো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে রংপুরে দায়ের করা একটি মামলায় ২২ অক্টোবর রাতে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।