Breaking News
Home / বিনোদন / যুক্তরাষ্ট্রের পর কানাডার পথে ‘দেবী’

যুক্তরাষ্ট্রের পর কানাডার পথে ‘দেবী’

দেশের গণ্ডি পেরিয়ে সুদূর যুক্তরাষ্ট্রে জয়ধ্বনি তুলেছে ‘দেবী’ চলচ্চিত্র। আর তাতে ছবিটির প্রযোজক জয়া আহসান নিজেও খুব খুশি। এবার যুক্তরাষ্ট্র পেরিয়ে কানাডায় পাড়ি জমিয়েছে ‘দেবী’।

‘দেবী’ ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো থেকে জানা গেছে, আগামী ১৬ নভেম্বর বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে ‘দেবী’। কানাডায় দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২টি প্রদর্শনী নিয়ে যাত্রা শুরু করছে ‘দেবী’।

‘দেবী’ সিনেমার অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেছেন, ‘হলিউড ও বলিউডের ছবির মতোই আমার ছবিটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে, এটি গৌরবের বিষয়। যুক্তরাষ্ট্রের মতো কানাডার প্রবাসী বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *