নির্বাচন কমিশন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ পরিষ্কারভাবে বলেছেন, ভোটকেন্দ্রে কোন প্রকার মোবাইল, ক্যালকুলেটর সহ যাবতীয় Electric Device নেয়া যাবে না। ভোটের দিন কোনভাবেই পর্যবেক্ষকরা কথা বলতে পারবেন না। ভোটকেন্দ্রে যত অনিয়মই হোক না কেন, তাদেরকে কেন্দ্রে মূর্তির মতো থাকতে হবে। ভোট গণনা ও ফলাফল শেষে তারা তাদের আপন আপন মন্তব্য করবেন।
এসময় তিনি আরও বলেন, ভোটের দিন কোনো পর্যবেক্ষক মিডিয়ায় কোনো কথা বা মন্তব্য করতে পারবে না। তাদেরকে মুর্তির মতো থাকতে হবে। ভোটকেন্দ্রের ভেতরে পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। কোনো ধরনের ছবি তোলা যাবে না। গোপন ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রের ভেতরে যাই হোক না কেন তা নিয়ে মিডিয়ায় বক্তব্য দেওয়া যাবে না।
তিনি বলেন, একটি ভোটকেন্দ্রে মাত্র দুটি মোবাইল ফোন ব্যবহার করা যাবে, একটি পুলিশের ইনচার্জ আপরটি প্রজাইডিং অফিসার ব্যবহার করবেন।
তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে থাকতে হলে নির্বাচন কমিশন এর নিবন্ধন অবশ্যই লাগবে। কোন নিবন্ধনবিহীন পর্যবেক্ষক এর কোন অভিযোগ ইসি আমলে নিবে না। ইতোমধ্যে ১১৮টি পর্যবেক্ষক সংস্থাকে আমরা নিবন্ধন দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমাদের ১১৯টি পর্যবেক্ষক সংস্থা ছিল। তার মধ্যে একটি সংস্থার বিরুদ্ধে এনজিও ব্যুরো থেকে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দফতর থেকে অভিযোগ আসায় নির্বাচন পর্যাবেক্ষক নীতিমালা অনুসরণ করে সেটির নিবন্ধন বাতিল করা হয়েছে।