Breaking News
Home / ধর্মীয় খবর / বিশ্ব ইজতেমা স্থগিত করেছে সরকার

বিশ্ব ইজতেমা স্থগিত করেছে সরকার

জাতীয় নির্বাচন সামনে রেখে ও তাবলিগ জামাতের দু’পক্ষের দ্বন্দ্বের কারণে এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করেছে সরকার।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দু’পক্ষকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

যদিও তাবলিগ জামাতের বিবদমান দু’পক্ষই জানুয়ারিতে পৃথক তারিখে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছিল। ভারতের তাবলিগের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে তাবলিগ ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের প্রতিনিধি দল ভারত যাবে বলে জানা গেছে।

ইজতেমা স্থগিত প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। একইসঙ্গে তাবলিগের জামাতের মধ্যে বিরোধও রয়েছে। এসব বিবেচনায় তাবলিগের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাবলিগের দুই পক্ষের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তারা কোনও জোড় (জমায়েত), ওজহাতি জোড় (স্পষ্টকরণ জমায়েত) কিছুই করতে পারবেন না। এছাড়া একটি প্রতিনিধি দল ভারত যাবে। প্রতিনিধি দলের সদস্যরা আলাপ-আলোচনা করে সমাধান করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন শেষ হলে দু’পক্ষ বসেই নতুন তারিখ নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *