শিগগিরই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা’।
৭০ মিনিটের এই সিনেমাটি নির্মাণ করতে প্রায় পাঁচ বছর লেগেছে। প্রযোজক সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু এটি নির্মাণ করেছেন।
নির্মাতা বলেন, শেখ হাসিনা স্বাধীনতাপরবর্তী বাংলাদেশ ইতিহাসের প্রবাহকে প্রতিনিধিত্ব করেন; আর তাই তার উত্থান নতুন বাংলাদেশের সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সিনেমাটিতেও প্রতিফলিত হয়েছে এই ধারণাগুলো।
সিনেমায় পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিষাদ, বিজয় ও নৈকট্যের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গির সাহায্যে পরিণত করেছেন নিজস্ব আদলে।
পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভুমিকায়- কখনো বঙ্গবন্ধুর মেয়ে বা কারো বোন, কখনো একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে।