Breaking News
Home / বাংলাদেশ / বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের অভিজ্ঞতা জানাতে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগদান, নিউইয়র্ক সফরের বিষয় ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। যেখানে উঠে আসতে পারে দেশের সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গও।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইয়র্ক পৌঁছেন তিনি। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন। একই দিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।

সফরকালে আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রদত্ত সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন তিনি।

পাশাপাশি রোহিঙ্গা সংকটকে উদার মানবিক দৃষ্টিভঙ্গিতে মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গ্লোবাল হোপ কোয়ালিশনের পরিচালনা পর্ষদ তাকে ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে।

প্রায় ১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফেরেন শেখ হাসিনা।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *