ভারত বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ভারতের শিল্প, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘সুরেশ প্রভু আশা প্রকাশ করেছেন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। ভারতে যেমন নির্বাচন হয় তারাও বাংলাদেশে তেমন নির্বাচন আশা করেন।’
কাদের বলেন, ‘নির্বাচন কেমন হবে, পরিবেশ কেমন হবে সুরেশ প্রভু জানতে চেয়েছেন। আমি বলেছি, আমি বিশ্বাস করি আমাদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই জেনারেল সেক্রেটারি বলেন, ‘আমাদের কিছু বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। যেমন গুজব-সন্ত্রাস। গুজব আমাদের সামাজিক গণমাধ্যমে ব্যাধির মতো ছড়িয়ে গেছে। এর বিস্তার রোধে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। বাংলাদেশ এবং ভারত বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছে।’
নির্বাচন উপলক্ষে সুরেশ প্রভু বাংলাদেশে আসেননি জানিয়ে কাদের বলেন, ‘তিনি এসেছেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও উভয়ের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার, আরও উন্নত করতে।’
আওয়ামী লীগের প্রতিনিধিদল যখন ভারত সফরে গিয়েছিল সুরেশ প্রভুর বাড়িতে নৈশভোজ করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের প্রতিনিধিদল তাঁর আচরণ-আপ্যায়নে মুগ্ধ হয়েছিল। তিনি আমাদের বলেছিলেন, আমি বাংলাদেশ সফরে যাবো। তখন আপনার সাথে দেখা হবে। গতকাল দেখা হওয়ার কথা ছিল, তবে আমি কয়েকদিন ঢাকার বাইরে থাকায় দেখা সম্ভব হয়নি। তার সাথে খুব কম সময় দেখা হলেও তিনি খুব সহজে মানুষকে জয় করে নেন। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তার আশাবাদ আমাদের মুগ্ধ করেছে।’
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভারত অনেক আশাবাদী বলেও এসময় সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।