কেউ দুর্গন্ধ এড়াতে কেউবা আবার বাড়তি ঘ্রাণে অন্যকে মুগ্ধ করতে পারফিউম কিংবা বডি স্প্রে করে থাকেন। কিন্তু এসব সুগন্ধি ব্যবহার করে, বাইরে থেকে ঘুরে এসে যখন পোশাকটি রেখে দিয়েছেন তখন দেখলেন পোশাকটিতে সাদা সাদা দাগ পড়ে গেছে। এমন হলে মন খারাপ হবে সেটাই স্বাভাবিক। কিন্তু কিছু বিষয় মেনে চললেই সুগন্ধি ব্যবহার করলেও আপনার পোশাকের তা কোন ক্ষতিই করবে না।
বডি স্প্রে লাগানোর পর একটু অপেক্ষা করুন। এরপর জামা পরুন। পোশাকের উপর কখনোই বডি স্প্রে লাগাবেন না। এই নিয়ম মেনে চললে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে। এই নিয়ম মেনেও সমস্যা সমাধান না হলে বুঝতে হবে সমস্যা রয়েছে আপনার বডি স্প্রেতেও। তাই প্রয়োজন হলে আপনার বডি স্প্রে বদলে ফেলুন।
যদি সুগন্ধির কারণে পোশাকে দাগ হয়েই যায়, তাহলে কী করবেন? এমন হলে বাড়িতে এসে ঘামে ভেজা পোশাক আগেই শুকোতে দেবেন না। তার বদলে ঘাম লাগা অংশগুলো একটি নরম কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিন। তাতেও ঘেমে যাওয়া জায়গা শুকিয়ে না গেলে ব্যবহার করতে পারেন স্কিন টোনার। এরপর ওই পোশাকটি বাতাসে শুকিয়ে নিন।