Breaking News
Home / রাজনীতি / ‘ফরমায়েশি’ রায়: প্রতিবাদে নিরবের নেতৃত্বে যুবদলের বিক্ষোভ

‘ফরমায়েশি’ রায়: প্রতিবাদে নিরবের নেতৃত্বে যুবদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতের দেয়া ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ।

রবিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে যুবদল ঢাকা মহানগর উত্তরের ব্যানারে রাজধানীর বসুন্ধরা মার্কেট থেকে কারওয়ানবাজার মোড় সার্ক ফোয়ারা পর্যন্ত বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব।

বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ ঢাকা মহানগর যুবদল উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ চলাকালে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন যুবদল নেতাকর্মীরা।

‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সাজা বাতিল কর করতে হবে’, ‘প্রতিহিংসামূলক রায় মানি না মানবো না’, ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’- নেতাকর্মীদের এসব শ্লোগান দিতে শোনা যায়।

এদিকে একই প্রতিবাদে গতকাল শনিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কাওরানবাজারে পেট্রো বাংলার মোড় থেকে শুরু হয়ে বিএফডিসির মোড়ে গিয়ে শেষ হওয়া বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বুধবার (১০ অক্টোবর) রায় ঘোষণা করেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এর আদালত। ৪৯ আসামির মধ্যে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অন্য মামলায় এরইমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তিনকে অব্যাহতি দেন আদালত।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *