পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাবনা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা।
মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বঙ্গবন্ধু হলের ও সকাল ১১টার মধ্যে শেখ হাসিনা হলের সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভের সময় ভাইস চ্যান্সেলরকে লাঞ্চিত এবং তাকে অবরুদ্ধ করার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় এক জরুরি বৈঠক করে। বৈঠকে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।
তবে আগামী ১৬ নভেম্বর ভর্তি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং অফিস খোলা থাকবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর ড. রোস্তম আলী ঘটনার সত্যতা স্বীকার করলেও কিছুটা বিলম্ব করার আহবান জানান এবং জনসংযোগ দফতর থেকে প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হবে বলেও জানান।