Breaking News
Home / ভর্তি পরীক্ষা / পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে

Pabna University of Science and Technology (PUST) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তিতে লিখিত পরীক্ষার পরিবর্তে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে বলে গত ৮ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

এর আগে গত ১৬ জুলাই, ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

কিন্তু গত বুধবার (৮ আগষ্ট, ২০১৮ ) বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান) বিবিএ, পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) পূর্বের বছরের ন্যায় এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে

গত মঙ্গলবার (৭ আগষ্ট, ২০১৮) ভর্তি কমিটির আলোচনা সভার সুপারিশ ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া  হয়েছে ।  আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.pust.ac.bd  অথবা www.news.pust.ac.bd) থেকে যেকোনো সময় পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *