পাঠাও ফুড সার্ভিস চট্টগ্রামে যাত্রা শুরু করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এখন থেকে চট্টগ্রামবাসীরা পাঠাও অ্যাপ ব্যবহার করে নগরীর কয়েকশ রেস্তোরাঁর খাবার হোম ডেলিভারি নিতে পারবেন।
গ্রাহকরা অ্যাপ থেকে নিজ নিজ জোনের রেস্তোরাঁ বা হোটেল নির্বাচন করে মেন্যু দেখে খাবার অর্ডার করবেন। তারপর সবচেয়ে কাছের পাঠাও রাইডার সেই অর্ডার নিয়ে অ্যাপ ব্যবহারকারীর কাছে খাবার পৌঁছে দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার হারুন উর রশিদ, চিটাগাং জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন শ্যামল, পাঠাও এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ, মার্কেটিং ম্যানেজার নুসরাত জারিন প্রমুখ।