পঞ্চগড় সদর উপজেলার দশমাইলে বিদ্যুতের পোলবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পঞ্চগড়-তেতুলিয়া রোডের দশমাইল নামক বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাভলী (২৯), লাভলীর ছেলে ইয়াসিন (৭), রেজাউল (২২), ফরিদ (২৮), অনিত্য (২০), রাসেল (২৭), লায়লা (২৫), লুৎফর (২০), মোজাম্মেল (৩৮) ও মনির (১০)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পঞ্চগড় থেকে ভাইবোন নামের একটি যাত্রী বোঝাই বাস তেঁতুলিয়া যাচ্ছিলো। পথিমধ্যে দশমাইল নামক স্থানে পৌঁছাইলে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক পোল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই বাসটি সম্পূর্ণরুপে দুমড়ে মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৪ জন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর এক শিশু ও তার মাসহ চারজন মারা যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সার্জারি বিভাগের ডা. আমির হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় ২৪জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে এক শিশু ও তার মা রয়েছে। বাকিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।