একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপির বিক্ষুব্দ নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে। পুলিশও পরে পাল্টা আক্রমণ করে জলকামান ছুঁড়তে থাকে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশের একটি জিপে আগুন দেয় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত রাস্তার পাশ থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়াকে কেন্দ্র করেই ঘটনা ঘটে।
এ মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় পিছু হটছে পুলিশ। তবে একের পর এক জলকামান নিক্ষেপ করা হচ্ছে বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ওপর।