নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘জালিম সরকার ক্ষমতায় আছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে রাস্তায় নামতেই হবে যদি ভোটের অধিকার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয়। দেশের মেহেনতি কৃষক শ্রমিক সর্বসাধারণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী কারাগারে ধুকে ধুকে মরবে আর আমরা চুপচাপ বসে থাকব এটা হয় না। এটা নিজের সাথে নিজের প্রতারণা। এটা কোনো ভাবেই হতে পারে না।’
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাইঞ্জে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুব সমাবেশে তিনি প্রধান আলোচকের আলোচনায় এসব কথা বলেন।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গঠনের যে প্রক্রিয়া চলছে সেটি দেশের মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে বলে আশা প্রকাশ করে দুদু বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে ড. কামাল হোসেনের ডাকে আমাদের দলের সিনিয়র নেতারা সমাবেশে গিয়েছিলেন। তারা বাংলাদেশকে কালো অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য গিয়েছিলেন। সে আলোর পথের যাত্রীরা কখনো থেমে থাকতে পারে না।’
গতকাল নিউয়র্কে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন, ‘মাথার ঘায়ে কুকুর পাগল আর অতিরিক্ত জ্বর আসলে মানুষ ভুল বলতে শুরু করে। শেখ হাসিনার দশা হয়েছে সেরকম। নিউইয়র্কে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন- খুনি ও অর্থপাচারকারী এক হয়েছে। তার বক্তবের সংশোধন হবে খুনি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছে।’
ক্ষমতাসীনদের নেতাকর্মীদের অবৈধ সম্পদের বিবরণ দিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘কানাডায় এক আওয়ামী লীগ নেতা বিলাশ বহুল একটি বাড়ি করেছে। সেখানকার মানুষ জানে সে কিভাবে সেটি করেছে। আগে তার বাড়িতে দাওয়াত দিলে সেখানকার মানুষ যেত। এখন জানতে পেরেছে সে দুর্নীতি করে সে বাড়িটি করেছে যার কারণে তার বাড়িতে এখন আর কেউ যেতে চায় না। তারা বলে দুর্নীতিগ্রস্ত ওই নেতার বাড়িতে গিয়ে নিজের মান সম্মান হারাতে পারবো না। এক টকশোতে ক্ষমতাসীন দলেরই ছাত্র সংগঠনের সাবেক সভাপতি সুলতান মো. মনসুর আহমেদ বলেন- শুধু কানাডাতে নয় আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে একই অবস্থা।’
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী মো. আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দীন বকুল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জিনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।