আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
রবিবার (০২ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সার্কিট হাউসে ‘জয় বাংলা’ উৎসবের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে ইভিএম ব্যবহার করে সফলতা এসেছে দাবি করে শাজাহান খান বলেন, এক সময় মানুষ সিল দিতেও পারতো না, সিল দেয়া শিখেছে। তেমনি ইভিএম পদ্ধতি একবার চালু হলে মানুষ সেটার প্রতিও আস্থা পাবে।
তিনি বলেন, একটি নির্বাচনে ইভিএম ব্যবহার হলেই মানুষের চর্চা হয়ে যাবে, জনগণ ভালভাবে এটি বুঝতে পারবেন।
বিএনপির সমালোচনা করে নৌ-মন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তে বিশ্বস করে, তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে বিএনপির বিরোধীতা কোন প্রভাব ফেলবে না। ইভিএম কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান প্রমুখ।