নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। মঞ্চে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম ঘোষণা করেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। এতে সেকেন্ড রানার আপ হয়েছেন নাজিবা বুশরা ও ফার্স্ট রানার আপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া।
বিচারকরা প্রায় ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন। মিস ওয়ার্ল্ডের এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী। গ্রান্ড ফাইনালেতে আইকন বিচারক হিসেবে থাকছেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং আনিসুল ইসলাম হিরু।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘জাগো জাগো’ শিরোনামে গানটির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের রাজদর্শন হলের মঞ্চে এ গানের সঙ্গে নাচে অংশ নাচ পরিবেশন করেন গেল বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চার সুন্দরী মিফতা, প্রিয়াংকা, মেহবুবা অনী ও সঞ্চিতা।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন আরজে নিরব, ডিজে সনিকা ও আজরা মাহমুদ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এটিএন বাংলা।
জান্নাতুল ফেরদৌস ঐশী চীনে অনুষ্ঠেয় আগামী বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।