জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘আজকের এই মাঠে ’৬০ এর দশকে অনেক জনসভা করেছি। দেশ আজ ডাকাতের হাতে পড়েছে। এদেরকে পরাজিত করে বিজয়ের জনসভা করবো এখানে।’
সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি চান, সিলেটের ডা. জীবনসহ নেতাকর্মীদের মুক্তি চান? এসময় উপস্থিত জনতা হ্যাঁ সূচক উচ্চারণে স্লোগানে প্রকম্পিত করে জনসভাস্থল।’
বুধবার (২৪ অক্টোর) বিকেলে পূণ্যভূমি সিলেটের রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রব বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। আর একজনকে গ্রেফতার করলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই ভোটের লড়াই। এ লড়াইয়ে আমরা বিজয়ী হবোই।’
জনসভায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জয়নুল আবদীন ফারুক, আমানউল্লাহ আমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মোস্তফা আমিন প্রমুখ উপস্থিত আছেন।