২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে বিচার ও রায় যেহেতু হয়েছে, ইনশাল্লাহ একদিন তাকে দেশে ফিরিয়ে এনে সেই বিচারের রায় কার্যকর করাও সম্ভব হবেই। তারেককে সাজা পেতেই হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শাস্তি যখন পেয়েছে, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আল্লাহর ওপর ভরসা ও মানুষের ওপর আমার বিশ্বাস আছে- একদিন না একদিন তাকে সাজা পেতেই হবে। সাজা ভোগও করতে হবে।’
বুধবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, আল্লাহ যদি চায় এবং আগামী নির্বাচনে আবার আমরা ফিরে আসতে পারি অবশ্যই আমরা তাকে ফিরিয়ে আনতে পারব, শাস্তি দিতে পারবো- এই বিশ্বাস আমার আছে।’
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীর কাছে দোয়াও চাই ভোটও চাই যেন আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় ফিরে এসে এই অন্যায় অবিচারের বিচার করতে পারি। সাজাটা আমরা কার্যকর করতে পারি।’