ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যে জাতীয় ঐক্যফ্রন্ট প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছেন।
বুধবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ইসির সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাও বৈঠক কক্ষে প্রবেশ করেন এসময়।
ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধিদলে আছেন বিএনপির খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমেদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান; নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম; জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো: মনসুর আহমদ।
এছাড়া বৈঠকে উপস্থিত আছেন জেএসডির আ স ম রব ও গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এর পর বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে ভোট ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের জন্য পুনঃতফসিল দেয় ইসি। তবে ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন একমাস পিছিয়ে দেয়ার দাবি জানাচ্ছেন। সেই ইস্যুতেই তারা ইসির সঙ্গে আজ বৈঠকে বসেছেন।