একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ রবিবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে জাতীয় পার্টি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১১টায় গুলশানের ইমানুয়েল অডিটোরিয়ামে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে এর সূচনা করবেন।
পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশার, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহ্সাচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও এদিন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।
এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরের দিন থেকে আওয়ামী লীগ মনোনয়নপত্র বিক্রি শুরু করলেও জাতীয় পার্টি রবিবার থেকে শুরু করতে যাচ্ছে।