আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে অান্দোলনের অংশ হিসেবে সিলেটে জনসভার কর্মসূচি দিয়েছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। পূর্ব ঘোষিত ২৩ অক্টোবরের এই জনসভা স্থানীয় প্রশাসন অনুমতি না দিলে একদিন তা পিছিয়ে ২৪ অক্টোবর করা হয়।
ঐক্যফ্রন্ট এর নেতারা বলছেন, ২৪ অক্টোবর তারা অনুমতি চেয়েছেন। সেদিন অনুমতি না পেলেও সিলেটে যাবেন। সিলেটে প্রথমে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন। এরপর জেনারেল ওসমানির মাজার জিয়ারত শেষ করে জনসভায় অংশ নেবেন।
এর মধ্যে এই জনসভার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে শনিবার বিকেলে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর বিএনপি। নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ঐক্যফ্রন্টের সমাবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, সামিয়া বেগম চৌধুরী, নিহার রঞ্জন দে প্রমুখ উপস্থিত ছিলেন।