পর পর দুদিন টানা দুই ম্যাচে হারলেও এখনও এশিয়া কাপের ফাইনালে চোখ টাইগার অধিনায়ক মাশরাফির। ম্যাশ মনে করেন, একটি জয়ই সব কিছু বদলে দিতে পারে। এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু সেই রেশটা ধরে রাখতে পারেনি ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের কারণে। আর তাতেই করে আফগানিস্তানের কাছে ১৩৬ ও গতকাল শুক্রবার সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারে টিম টাইগারস।
দুই ম্যাচেই ব্যাটসম্যানরা বিশেষত দুই অপেনার লিটন ও নাজমুল হাসান শান্তর ব্যাটিং ছিল হতাশাব্যঞ্জক। তাই মাশরাফি মনে করেন- ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারলে বাংলাদেশের সামনে এখনও ফাইনালে উঠার সুযোগ রয়েছে।
ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সেই আশার কথা শোনালেন মাশরাফি বিন মুর্তজা।
টাইগার কাপ্তান বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাইনি। ভালো করে ঘুরে দাঁড়ানোর এখনও সুযোগ আছে। একটা দিন সময় আছে পরের ম্যাচের আগে। নিজেদের একটু গুছিয়ে নিয়ে পরের ম্যাচে নামতে হবে।’
মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় এখনো সম্ভব ফাইনালে উঠা। এত হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই দুটি ম্যাচে হার হতাশার। এটা কেউই চায়নি। বিশেষ করে এই ম্যাচের (ভারতের বিপক্ষে) ফলাফলটা একটু বেশি হতাশার। কারণ গত ম্যাচের তুলনায় এই ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আজকেও আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। অবশ্যই হতাশার।’
আশার কথা শোনাতেও ভুলেননি ম্যাশ। তিনি বলেন, ‘তবে আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। একটা ভাল দিনেই সব বদলে যেতে পারে। আফগানিস্তানের সাথে ম্যাচে যদি আমরা জিততে পারি, তাহলে ৫০-৫০ চান্স চলে আসবে। এরপর পাকিস্তানের সাথে ম্যাচে জিতলে ফাইনালে উঠার ভালো সুযোগ থাকবে।’
আগামীকাল রবিবার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম দিনের আরেক ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। তাই রবিবারের ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশ দুদলেরই জয় জরুরি।