আইয়ুব বাচ্চু যখন পৃথিবীকে বিদায় বলেছেন তখন ঢাকা থেকে দূরে, বরগুনায় অবস্থান করছিলেন জেমস। উন্নয়ন কনসার্টে অংশ নিতে সেখানে যান তিনি। সেখান থেকেই তিনি শুনেন প্রিয় আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার খবর। বরগুনার সে কনসার্টেই আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
মঞ্চে উঠেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জেমস বলেন, ‘কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু আর নেই। আজকের অনুষ্ঠানটি করার একদম ইচ্ছা ছিল না। কিন্তু ১৫ বছর আগের একটা গল্প বলি। আমি আর বাচ্চু ভাই আড্ডা মারি; একদিন আসতে আসতে বাচ্চু ভাইকে বললাম, আমাদের শিল্পীদের জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, ‘দ্য শো মাস্ট গো অন’। তাই চেষ্টা করব…’। কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপে জেমসের। কান্নাজড়িত কণ্ঠে গান গেয়ে শোনান তিনি।
আবেগপ্রবণ বাঙালি ওই কান্নাকে রুপান্তরিত করল গুজবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে ছড়িয়ে পড়লো এতিমখানায় অনুদানের এক বিভ্রান্তিকর খবর। বরগুনা কনসার্টে যে অর্থ জেমস পেয়েছেন তা থেকে আট লাখ টাকা আইয়ুব বাচ্চুর নামে এতিমখানায় দান করেছেন জেমস। যার পুরোটাই বানোয়াট বলে জানান জেমসের মুখপাত্র রুবাইয়্যাত ঠাকুর রবিন।
তিনি বলেন, ‘জেমস ভাই খুবই বিরক্ত এরকম সংবাদে’। রবিন আরও জানান, ‘বাচ্চু ভাইয়ের মৃত্যুতে জেমস ভাই খুবই মর্মাহত। এর মধ্যে এরকম গুজবের জন্মদানকারীরা কখনোই বাচ্চু ভাই বা জেমস ভাইয়ের ভক্ত হতে পারে না।’
উল্লেখ্য, বৃহস্পতিবার বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টটি সদ্যপ্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেন জেমস।