তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় কোটা আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজছাত্রী লুৎফর নাহার লুমা সরকারের (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ ১৬ আগস্ট, বৃহস্পতিবার বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক লুমাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আর লুমার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। কিন্তু শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গত ৫ আগস্ট রমনা থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল ।
এর আগে বুধবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার চাচার বাসা থেকে লুমাকে হটাৎ আটক করে পুলিশ। লুমা গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বাউখালী গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। তিনি বর্তমানে ইডেন কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
গত ১২ আগস্ট, ২০১৮ কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি মানার আলটিমেটাম দেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। তাদের দাবিগুলো হলো- আন্দোলনের সময় আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেয়া, শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছনাকারীদের শাস্তি দেয়া এবং কোটা সংস্কারের গেজেট প্রকাশ করা।