Breaking News
Home / রাজনীতি / এদেশে নির্বাচন কেউ ঠেকাতে পারবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এদেশে নির্বাচন কেউ ঠেকাতে পারবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইলেকশন ইনশাল্লাহ যথাসময়েই হবে। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই ইলেকশন কেউ বানচাল করতে পারবে না।

আজ রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা এতিমের টাকাও ছাড়ে না, যারা গরীবের টাকা লুট করে খায়, এই সুদখোর, ঘুষ খোর তাদের জনগণ কেন মেনে নেবে সেটাই আমার প্রশ্ন। তাঁদের যদি জনগণ ভোট দেয় তবে আমরা এত কিছু করার পরও কেন ভোট দেবে না?

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিলে ক্ষমতায় আছি, না দিলে নেই। এ নিয়ে কোনো আক্ষেপও নেই। নির্বাচন যথাসময়েই হবে।

বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামালের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ফাঁকা হাড়ি বাজে বেশী। আমিও চাই রাজনৈতিক জোট হোক, নির্বাচনে সবাই আসুক, কনটেস্ট করুক। নির্বাচন অবাধ নিরপেক্ষ হোক তাতে কোনো সন্দেহ নেই। জনগণের ভোট চুরি করতে আসি নি। জনগণকে দিতে এসেছি।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *