Breaking News
Home / শিল্প ও সাহিত্য / এক পাথরের দাম ৪ কোটি টাকা!

এক পাথরের দাম ৪ কোটি টাকা!

পাথরের দাম আছে। তাই বলে এক পাথরের দাম হবে চার কোটি টাকা! এ কথা শুনে অবাক হওয়ারই কথা। অবাক হলেও সত্য কারণ এই পাথরটি যে চাঁদের পাথর।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে নিলামে ওঠে ১২ পাউন্ড (প্রায় সাড়ে ৫ কিলোগ্রাম) ওজনের এই পাথরটি। নিলামে এর দাম দাঁড়িয়েছে ৬,০০,০০০ মার্কিন ডলারে।

চাঁদ থেকে আসা এই পাথরটি গত বছর উত্তর পশ্চিম আফ্রিকার একটি মরুভূমি অঞ্চলে খোঁজ মেলে। পাথরটি চাঁদ থেকে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে এসেছে।

বোস্টনের নিলামকারী সংস্থা আরআর অকশন চাঁদের পাথরটি অনলাইনে নিলামের জন্য ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রেখেছিল। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিলামে সাড়ে ৫ কিলোগ্রাম ওজনের চাঁদের পাথরটি কিনেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। আপাতত ভিয়েতনামের তাম চক প্যাগোডা চত্ত্বরে পাথরটি প্রদর্শিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *