ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
রবিবার (১৪ অক্টোবর) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সভাপতির কক্ষে জাকজমকপুর্ণভাবে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।
এছাড়াও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নেছার উদ্দিন আহমদ, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. এয়াকুব আলী, প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দু সাহা, আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. মামুন, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, বিভাগের জোষ্ট্য শিক্ষক প্রফেসর ড. আব্দুল লতিফ, প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম, প্রফেসর ড. গৌতম কুমার, প্রফেসর ড. শরীফুল ইসলাম, ড. আব্দুল গফুর গাজী, ড. শাহাবুল আলম, ড. আব্দুল বারী প্রমুখ শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগ ইবি শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নবাগত শিক্ষক নুসরাত সুলতানা।