আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় আজ বুধবার ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি অভিযোগ করে তাদের নির্বাচনী প্রচারণাসহ পোস্টার লাগাতে দেয়া হয় না। আসলে তারাই পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছে। বিএনপির অভিযোগ সত্য নয়। তার প্রমাণ আমার এলাকায় রাস্তার যেদিকেই তাকাই কোদাল মার্কার পোস্টা দেখির, আমার পোস্টারই নাই।’
ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাকর্মীকে গ্রেফতার করছে। এটাও ঠিক না। আমি স্পষ্টভাবে বলছি, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে শুধু যাদের নামে ওয়ারেন্ট আছে। যারা ২০১৩-২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, শুধু তাদের ছাড়া আর কাউকে গ্রেফতার করা হচ্ছে না।’