Breaking News
Home / রাজনীতি / আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই – শেখ হাসিনা

আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই – শেখ হাসিনা

আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার, ১০ নভেম্বর, ২০১৩  সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমামদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই। হরতালে মানুষ পুড়িয়ে হত্যার কষ্ট সহ্য করা যায় না।

 

বিএনপি সবসময় মসজিদকে ব্যবহার করে রাজনীতি করে আর আওয়ামী লীগ করে এর উন্নয়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল করার জন্য বিএনপি-জামাত-হেফাজত একসঙ্গে কাজ করছে। তারা মানবতাবিরোধী অপরাধীদের বিচার বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

 

শেখ হাসিনা বলেন, তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই। তাদের বিচার নিশ্চিত করা আমরা মনে করি মানব কল্যাণেই এটা করা উচিত। কাজেই সেই বিচার যখন হচ্ছে তখন সেই অপরাধীদের রক্ষা করার নামে উল্টো আগুন দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। তিনি বলেন, আপনারা এটা জনগণকেই সচেতন করবেন মসজিদের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আর যেনো বাংলাদেশে এ ধরনের কোরআন শরীফের অবমাননা না হয়।

Source News

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *