Breaking News
Home / রাজনীতি / আজ নব সূচনার দিন: মির্জা ফখরুল

আজ নব সূচনার দিন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের নব সূচনার দিন। এই কারণে বলছি, যে জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই জাতি আজ গণতন্ত্রের জন্য হাহাকার করছে। আমরা আজ থেকে একটি স্বপ্ন দেখতে শুরু করেছি। মুক্ত বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।’

শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি এই লড়াইয়ের মাধ্যমে জাতির মুক্তি মিলবে। আমরা লড়াই করেই জাতিকে মুক্ত করবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা ১০ বছর ধরে লড়াই করে আসছি। দুর্ভাগ্য আমাদের যে দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দলটির হাতেই গণতন্ত্র বারবার হত্যা হয়েছে। জনগণ আজ এই অবস্থা থেকে মুক্তি চায়।’

সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা:জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *