আগষ্ট তুমি শোকাহত মাস,
তুমি দেশের সোনালি দিনের কালো আঘাত।
যার করুন বেদনার স্মৃতি কাঁদায় আকাশ।
আগষ্ট তুমি ছোট্ট রাসেলের আত্নচিৎকার।
যার প্রতিধ্বনি রয়েছে ধানমন্দিরের ৩২ নং বাসায়।
যার প্রতিটি ইট বালি বলে আমি নিরাশ।
আগষ্ট তুমি তিমির যামিনী স্বাধীনতা বিরোধীতার।
আগষ্ট তুমি অশ্রুসিক্ত আখি দেশ জনতার।
আগষ্ট তুমি প্রত্যক্ষদর্শী ঘৃন্য দেশদ্রোহীতার।
আগষ্ট তুমি ধু ধু বালিচর দেশমাতৃকার।
আগষ্ট তুমি গর্ভজাত শিশুর আত্নহুংকার।
আমি এখনো শুনি নরখাতকদেরর পায়ের আওয়াজ।
আগষ্ট তুমি কালস্বপ্ন হাজার জনতার।
আগষ্ট তুমি সেই তার ছেড়া করুন বীণা,
যে কেড়ে নিয়েছো সপ্তসুরের জাতির পিতা, ,,,,।
Writer: নাহিদা সুলতানা নুরি