Breaking News
Home / রাজনীতি / লাশ নিয়েও ভোটকেন্দ্রে আঙ্গুলে টিপ দিয়ে ভোট দিতে চান ড. কামাল হোসেন !
ড কামাল

লাশ নিয়েও ভোটকেন্দ্রে আঙ্গুলে টিপ দিয়ে ভোট দিতে চান ড. কামাল হোসেন !

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি, প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ কে নিয়ে ড. কামাল অনেক অভিযোগ করেছেন।

  1. পেশিশক্তি নিয়ে প্রার্থীদের উপর আক্রমন হচ্ছে
  2.  যারা প্রার্থীদের পক্ষে নির্বাচনের কাজে নেমেছেন তাদের উপর আক্রমন হচ্ছে
  3. কেউ পোস্টার লাগাতে পারছে না
  4. বক্তব্য রাখতে পারছে না
  5. ত্রাসের রাজত্ব বিভিন্ন জায়গায় সৃষ্টি করা হচ্ছে
  6. যারা নির্বাচন করার জন্য এগিয়ে আসেন, তাদের নিরুৎসাহিত করা হচ্ছে

তিনি আরও বলেন, এটা খুব ভয়াবহ। আমার দীর্ঘ ৫৫ বছর রাজনীতি আছে। আমি ১৯৭০ এ বঙ্গবন্ধুর নির্বাচনী এজেন্ট ছিলাম, তখন থেকে এখন পর্যন্ত এই রকম অবস্থা কোনোদিন দেখি নাই।

প্রায় ১০ মিনিট দীর্ঘ বক্তব্য শেষে তিনি বলেন – তারা সরকার যদি তাদের বুদ্ধি খাটিয়ে এরকম একটা পরিস্থিতি খাটায়, আমরা election বর্জন করবো, এটা তারা পারবে না, মরে গেলেও আমরা বর্জন করবো না।  আমার লাশ নিয়ে election commision ভোট দিতে নিয়ে যাবে। আমার আঙ্গুলটা থাকবে, ঐ আঙ্গুলটা টিপ দেবে। Election হতে হবে। তারা যদি এমন চায় যে আমরা এসব জঘন্য আক্রমন করবে, আমরা আবেগের চটে election করবো না এটা কখনো বলব না। আমার লাশও বলবে না।

আরও পঠিত খবর

জাপার মনোনয়নপত্র বিক্রি শুরু

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ রবিবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে জাতীয় পার্টি। শনিবার গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *