সুদকষা অংকের টেকনিক
I = PNR/100
I = Interest (সুদ)
P = Principal (আসল)
N = Number of year (বছর)
R = Rate of Interest (সুদের হার)
formula 1:
I = PNR / 100
এখান থেকে পাইঃ
P = 100 I / NR
N = 100 I / PR
R = 100 I / PN
চারটি অজ্ঞাত রাশির যেকোনো তিনটির মান জানা থাকলে অপরটির মান বের করা যাবে।
formula 2: যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –
সময় = (সুদে মূলে যতগুণ – ১) / (সুদের হার x ১০০)
প্রশ্ন : বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধান : সময় = (২– ১) / (১০ x ১০০)
= ১০ বছর।
উপরের ফর্মুলা থেকে এটাও বলা যায়ঃ সুদের হার = (সুদে মূলে যতগুণ – ১) / (সময় x ১০০)
formula 3: যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে তখন –
সুদের হার = (মোট সুদ x ১০০)/ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }
প্রশ্ন : সরল হার সুদে ২০০ টাকার ৫ বছরের সুদ ও ৫০০ টাকার ৬ বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত?
সমাধান : সুদের হার = (৩২০x ১০০)/ {(২০০ x ৫) + (৫০০ x ৬) } = ৮ টাকা।
formula 4: যখন সুদের হার, সময় এবং সুদে- মূলে উল্লেখ থাকে-
মূলধন বা আসল = (১০০ x সুদআসল) / {১০০ + (সময় x সুদের হার)}
প্রশ্ন : বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরের সুদে- আসলে ১০৩৬ টাকা হবে?
সমাধান : মূলধন বা আসল = (১০০ x ১০৩৬) / {১০০ + (৬ x ৪৮)} = ৭০০ টাকা
formula 5: যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তখন,
আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদেরহার – ২য় সুদের হার) x সময়}
প্রশ্ন : সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাতসরিক আয় ২০ টাকা কমে গেল। তার
আসলের পরিমাণ কত?
সমাধান : আসল = ২০ x ১০০ / {(৬ – ৪) x ১ = ১০০০ টাকা।
formula 6:
চক্রবৃদ্ধির ক্ষেত্রে,
চক্রবৃদ্ধি মূলধন, C = p(1+r)^n যেখানে,
p = principal (আসল)
n = number of year (বছর)
r = rate of Interest (সুদের হার)
চক্রবৃদ্ধি মুনাফা = C – p
উপরের সূত্রে চারটি অজানা রাশির যেকোনো তিনটির মান দেয়া থাকলে অপরটির মান পাওয়া যাবে।
প্রশ্ন : বার্ষিক ১০% হারে বার্ষিক যৌগিক মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত?
সমাধান:
C = p(1+r)^n
বা, C = ২০০০(১+০.১০/২)^২
বা, C = ২০০০ x ১.০৫^২
বা, C = ২২০৫
মুনাফা = ২২০৫ – ২০০০ = ২০৫ টাকা।