অাগামী ১৩ সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০ টা থেকে অনলাইনে BPSC এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.bpsc.gov.bd/ থেকে অাবেদনপত্র (Form-01) সংগ্রহ করবেন।
অাবেদনপত্রের প্রত্যেকটি ঘর সাবধানতার সাথে পূরণ করবেন।
অাবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ
১৩ সেপ্টেম্বর’১৮- ২৪ সেপ্টেম্বর’১৮।
সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা।
রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী অাবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র স্বহস্তে জমাদানের নির্দিষ্ট তারিখ নিম্নে বর্ণিত:
100002- 103438 (13.09.18)
103439- 107073 (16.09.18)
107074- 110482 (17.09.18)
110483- 114237 (18.09.18)
114238- 118394 (19.09.18)
118395- 123518 (20.09.18)
123523- 132992 (23.09.18)
200005- 205900 (24.09.18)
নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা না দিতে পারলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
জমা দেওয়ার স্থান:
বাংলাদেশ সরকারি কর্মকমিশন
প্রধান কার্যালয়
শেরে বাংলা নগর
অাগারগাঁও, ঢাকা।
ওয়েবসাইট: www. bpsc.gov.bd
অাবেদন পত্রের সাথে অতিরিক্ত যেসব কাগজ জমা দিতে হবে-
১. তিন কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি।
২. SSC এর মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি।
৩. HSC এর মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি।
৪. বিশ্ববিদ্যালয় প্রদত্ত মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মূল সনদের পরিবর্তে মূল মার্কশীটের সত্যায়িত কপিও সাময়িকভাবে জমা দেওয়া যাবে। কিন্তু মৌখিক পরীক্ষা বোর্ডে মূল/ সাময়িক সনদ অবশ্যই দেখাতে হবে।
৫. বিদেশ হতে MBBS ডিগ্রীধারীদের ক্ষেত্রে BMDC কতৃর্ক প্রদত্ত ইকুয়েভ্যালেন্স সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৬. BMDC কর্তৃক প্রদত্ত চূড়ান্ত মূল রেজিষ্ট্রেশন সনদের সত্যায়িত ফটোকপি।
৭. Appeared প্রার্থীদের Principal থেকে প্রদত্ত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সংবলিত প্রত্যয়নপত্র।
উল্লেখ্য অাবেদনপত্রে দেয়া স্থায়ী ঠিকানার সাথে BMDC সনদে উল্লিখিত ঠিকানায় পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/ পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, নোটারী পাবলিক অথবা ১ম শ্রেনীর সরকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৮. জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর থাকলে অাবেদন পত্রের নির্দিষ্ট স্থানে লিখবেন। ভাইবাতে অাসবার সময় NID সাথে অানবেন। যাদের নেই, তারা NID হাতে পেলেই পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত সহ NID এর সত্যায়িত কপি জমা দিবেন।
৯. অাবেদন পত্রের সাথে চাকরীর ক্যাডারের অপশন সম্বলিত Applicants copy জমা দিতে হবে।
১০. মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য পেতে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করুন।
BPSC Form-3 অনলাইনে পূরণ ও জমাদান:
এটা অনলাইনে বসেই বাংলায় পূরণ করতে হবে। পূরণকৃত দুই কপি অাবেদনপত্র (Form-01) এর সাথে জমা দিতে হবে।
প্রার্থীর User ID ও Password দিয়ে Login করতে হবে।
তারপর প্রয়োজনীয় তথ্যপূরণ করতে হবে।