৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে পাস করেছেন ৯ হাজার ৮৬২ জন। আজ সোমবার এই ফল প্রকাশ করে বিপিএসসি।
পাস করা প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন। তবে মৌখিক পরীক্ষা শুরু হবার তারিখ এখনও জানানো হয়নি। ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রায় এক বছর পর এই ফলাফল প্রকাশ করল বিপিএসসি। এর মধ্যেই ডাক্তার নিয়োগে বিশেষ ৩৯ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল দিয়েছে বিপিএসসি।
৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
BCS Examination – বিসিএস পরীক্ষা BCS Exam Preparation – বিসিএস পরীক্ষা প্রস্তুতি , syllabus, circular, educational qualification, apply, question, exam date, admit card, seat plan, result, download, preliminary, written, viva pdf