Home / BCS / সাধারণ বিজ্ঞান-১৫ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১৫

সাধারণ বিজ্ঞান-১৫ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১৫

সাধারণ বিজ্ঞান-১৫

১. সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের অভিজ্ঞতার আলোকে অর্জিত সাধারণ উপলব্ধি থেকে করা হবে। এক্ষেত্রে প্রার্থিকে বিশেষভাবে বিজ্ঞানের উপর পড়াশুনা না করা থাকলেও চলবে।

২. প্রশ্নের সেট এমনভাবে করা হবে যাতে দেশে ও বিদেশে আধুনিক গুরুত্বপূর্ণ আবিষ্কার ও বিখ্যাত ব্যক্তিদের অবদান সম্পর্কযুক্ত থাকে।

ভৌত বিজ্ঞান

পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমূখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপশক্তি বিদ্যা,আলোর প্রকৃতি, স্থির এবং চল তরিৎ, ইলেট্রনিক্স, আধুরিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়ণযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তির , খনিজ উৎস, শক্তির রুপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ ্এবং তাদের যোগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ,জৈব যৌগ, তড়িৎ চোম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।

জীব বিজ্ঞান

পদার্থের জীব বিজ্ঞান বিষয়ক ধর্ম, টিস্রু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপি- এবং হৃদরোগ, ¯œায়ু এবং ¯œায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।

আধুনিক বিজ্ঞান

পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিম-ল, টাইড, বায়ুম-ল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ , রোগের কারণ ও প্রতিকার, সংক্রামা রোগ. রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভেকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার- ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হটিকালচার, ডায়োড, ট্রানজিস্টও, আইসি, আপেক্ষিক তত্ব, ফোটন কণা ইত্যাদিভ

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১৫

কম্পিউটার
তথ্য প্রযুক্তি

Check More Lessons

৩৭তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১ হাজার ২২১ জন ক্যাডার

৩৭তম বিসিএসের নিয়োগ পেলেন ১ হাজার ২২১ ক্যাডার। ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের …