বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন – রাজা রামমোহন রায় ”গৌড়ীয় ব্যাকরণ” নামে ১৮৩৩ সালে(এটিই প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ব্যাকরণ) ।
উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবীদ -পাণিনি। তাঁর বিখ্যাত গ্রন্থ ’অষ্টধ্যায়ী’।
ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায় রচিত ব্যাকরণ গ্রন্থ – ’ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’।
ব্যাকরণ কৌমুদী গ্রন্থের রচয়িতা – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ’ব্যাকরণ মঞ্জুরী’ গ্রন্থের রচয়িতা – ড. মুহম্মদ এনামুল হক।
বাংলাভাষার প্রথম ব্যাকরণিক – মনোএল দ্য আসসুম্পসাউ কিন্তু টাইপ সংযোগ প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন – নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
ব্যাকরণগ্রন্থ গ্রন্থকার ব্যাকরণ
গ্রন্থ গ্রন্থকার A Grammar of the Bengali Language (১৮০১) —উইলিয়াম কেরি
বাংলা ব্যাকরণ(১৮৫২) — শ্যামাচরণ সরকার
ব্যাকরণ কৌমুদী(১৮৫৩) — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা ব্যাকরণ — ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাকরণ মঞ্জুরী — ড. মুহম্মদ এনামুল হক
ভাষাবোধ বাংলা ব্যাকরণ — নকুলেশ্বর বিদ্যাভূষণ
আধুনিক বাংলা ব্যাকরণ — জগদীশ চন্দ্র ঘোষ
ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ — সুনীতিকুমার চট্রোপাধ্যায়
বাংলা ভাষার ব্যাকরণ — মুনীর চোধুরী, ইব্রাহিম খলিফা ও মোফাজ্জল হায়দার চৌধুরী
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (বাংলা একাডেমী প্রণীত) — রফিকুল ইসলাম ও পবিত্র সরকার