BCS Examination – বিসিএস পরীক্ষা

পদ

পদ

বিভক্তিযুক্ত যেকোন শব্দই পদ। পদ ৫ প্রকার।

বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

বিশেষ্য পদ: কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে।

বিশেষণ পদ:- যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রভৃতি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন: ভালো, মেধাবী।

সর্বনাম পদ:- যে পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন: সে, তিনি, তাহারা।

অব্যয় পদ:যে পদ এক বা একাধিক পদের সংযোগ, বিয়োগ প্রভৃতি সম্বন্ধ ঘটায় তাকে অব্যয় পদ বলে। যেমন: ও, আর , এবং, কিন্তু, আলবত ।

ক্রিয়াপদ:- যে পদ দ্বারা কোন কার্য সম্পাদন বুঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন: করা, বলা, চলা।

অব্যয় পদ ৪ প্রকার:

১। সমুচ্চয়ী। ইহা তিন প্রকার: সংযোজক, বিয়োজক, সংকোচক।

২। অনন্বয়ী

৩। অনুসর্গ

৪। অনুকার/ধ্বন্যাত্নক

Exit mobile version