Home / BCS / কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন বিস্ফোরক মন্তব্য দেখুন এখানে
কোটা সংস্কার আন্দোলন ২০১৮

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন বিস্ফোরক মন্তব্য দেখুন এখানে

কোটা আন্দোলনকারীরা পাকিস্তানিদের দোসর

– খাদ্যমন্ত্রী ।

” ৭১-এর ঘাতক ও দালাল কমিটি দুইবার ক্ষমতায় থেকে সরকারি চাকুরিসহ নানা সুবিধা আদায় করেছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ায় তারা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই কোটা বিরোধী আন্দোলনকে উসকে দিচ্ছে। যাতে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি হয়। ”

 

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা অধিকাংশই ছাত্রশিবিরের – এইচ টি ইমাম ।

‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বলছি, যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তাদের অধিকাংশই ছাত্রশিবিরের।’

 

বিকল্পের সন্ধানে কোটা বাতিলের প্রজ্ঞাপনে দেরি: কাদের ।

“এই কোটার আন্দোলন যে কারণে, সেটাইতো বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যেটা বলেছেন সেটা আমাদের বিশ্বাস করা উচিত।”

 

কোটা থাকবে, তবে এখন যে হারে আছে, সেটা পরিবর্তন হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ।

“সরকারি চাকরিতে কোটা থাকবে, তবে এখন যে হারে আছে, সেটা পরিবর্তন হবে। মেধাবীরা যাতে বেশি সুযোগ পায়, তার ব্যবস্থা অদূর ভবিষ্যতে করা হবে। কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে তথ্য প্রকাশ পেয়েছে, তাতে অন্যদের মদদ থাকার সুস্পষ্ট প্রমাণ আছে। যারা লেখাপড়া করে না, ছাত্র না, অন্য পেশায় নিয়োজিত, তারা উপাচার্যের বাসা তছনছ করেছে, আক্রমণ করেছে, লুট করেছে।”

 

কোটা সংস্কার বিষয়ে কোন অগ্রগতি নেই – মন্ত্রিপরিষদ সচিব ।

“কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো অগ্রগতিও নেই। যে অবস্থায় ছিল, তাই।”

 

কোটা সংস্কার আন্দোলনকারীদের সব ডাটা আছে : প্রধানমন্ত্রী ।

“কোটা থাকবে কি থাকবে না সেটি ছাত্রদের বিষয় না। এটি সরকারের নীতি নির্ধারণের বিষয়। কিন্তু হঠাৎ করেই তারা কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী পড়ালেখা করে তারা তো নামকাওয়াস্তে পড়ে। বলতে গেলে বিনা পয়সায় সবাই পড়ালেখা করছে। তারপরও যেহেতু এত দাবি করছে, তাই আমি দাবি মেনে নিয়েছি। এটা নিয়ে এত কথার কী আছে? যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদের সব ডাটা তো আছে, ছবি আছে। তারা যদি পরে চাকরি না পেয়ে জেলা কোটার জন্য কান্নাকাটি করে তাতে আমার কিছু করার থাকবে না।”

 

বাজেটের পর ৫৬ শতাংশের কোটা অবশ্যই সংস্কার করা হবে –  বললেন  অর্থমন্ত্রী

 

“সরকারি চাকরিতে কোটা অবশ্যই থাকবে, তবে এটি সংস্কার করা উচিত। আমি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছি এটিকে সংস্কার করার জন্য। যদি এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয়।

বাজেটের পর ৫৬ শতাংশের কোটা অবশ্যই সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটায় প্রার্থী পাওয়া যায় না। তবে কোটা কত অংশ থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতেই কোটা প্রথা থাকতে হবে। আসন্ন বাজেটের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ”

 

আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা, আমরা দেখে নিব : মতিয়া

‘পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। এই রাজাকারের বাচ্চাদের অবশ্যই আমরা দেখে নিব।’

কোটা সংস্কারের আন্দোলনকারীরা সবাই জামায়াত-শিবিরের এজেন্ট – মতিয়া

“ছাত্রদের প্রতি আমাদের কোনও ক্ষোভ নেই। কিন্তু জামায়াত-শিবির ও তাদের এজেন্টদের ব্যাপারে শিথিলতা করা হবে না। ”

 

কোটা সংস্কার আন্দোলনের পেছনে ষড়যন্ত্র ছিল : হাছান মাহমুদ । 

“কোটা সংস্কার আন্দোলন চলার সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা করেছে এবং যারা এর পেছন থেকে কলকাঠি নেড়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচার নিশ্চিত করা হোক। এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বিধায় এখন নানান ধরনের কথাবার্তা ছড়ানো হচ্ছে।”

 

কোটা পদ্ধতি বাতিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

” সংস্কারের কথা বলতে গেলে… আবার কয়েক দিন পরে এসে আরেক দল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা থাকলেই হল সংস্কার। আর না থাকলে সংস্কারের কোন ঝামেলাই নেই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নেই। আর যদি দরকার হয়, তাহলে আমি বলে দিয়েছে আমাদের কেবিনেট সেক্রেটারি আছে, কমিটি আছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তাদের নিয়ে তারা কাজ করবে।

কোটা পদ্ধতি থাকলেই এ ধরণের আন্দোলন হবে বার বার হবে। প্রতিবন্ধী বা ক্ষুদ্র-নৃগোষ্ঠী যারা আছেন তাদেরকে আমরা অন্যভাবে চাকরীর ব্যবস্থা করে দিতে পারবো।

মেধার মাধ্যমে যেভাবে বিসিএস পরিক্ষা হয় সেভাবে হবে । নারীদের জন্য কোটা রাখা হয়েছিল কিন্তু এখন তারাই আন্দোলন করছে।

আমরা যে শিক্ষার সুযোগ দিয়েছি, সেই শিক্ষা গঠনমূলক কাজে ব্যবহৃত না হয়ে, এখন গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। ”

 

উইকিপেডিয়ায় কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে । 

Check More Lessons

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮৫ টি মডেল টেস্ট পড়ুন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ এর জন্য প্রথম আলোয় প্রকাশিত ৩২ টি মডেল টেস্ট …