Home / Viva-Voce / বিসিএস ভাইভার জন্য যেভাবে প্রস্তুতি নেয়া উচিত

বিসিএস ভাইভার জন্য যেভাবে প্রস্তুতি নেয়া উচিত

১. ভাইভায় নিজের সম্পর্কে বিস্তারিত বলার জন্য আগে থেকেই দশ-বার লাইনের পরিচিতি বাংলা ও ইংরেজিতে মোটামুটিভাবে মুখস্থের পর্যায়ে নিয়ে রাখুন। নিজ সম্পর্কে জানতে চাইলে যেন আপনার মধ্যে কোন জড়তা কাজ না করে।বেশির ভাগ ভাইবায় এটাই প্রথম প্রশ্ন হিসেবে থাকে।

২. নিজের জেলা সম্পর্কে জেনে রাখুন। জাতীয় তথ্য বাতায়নে নিজ জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রায় সকল তথ্য পেয়ে যাবেন।

৩. নিজের অনার্স-মাস্টার্সের এর বিষয় সম্পর্কে জেনে রাখুন।এই জন্য ঐ বিষয়ের বেসিক বইয়ের সামারি অংশটা দেখতে পারেন।ছোট ছোট বেসিক প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিন।

৪. নিজের পছন্দের ক্যাডার সম্পর্কে জেনে রাখুন। যেমন:প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ হলে, প্রশাসন ক্যাডারের পদসোপানসহ সচিবালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের গঠন ও কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখুন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের ওয়েবসাইটসহ অন্যান্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য নোট করে রাখুন।

৫. মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে রাখুন। এই জন্য প্রয়োজনীয় বই থেকে তথ্য নোট করে রাখতে পারেন।বিশেষ করে নিজ জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নাম এবং আপনার নিজ জেলায় মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখুন।
নিজ জেলার মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্যও জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাবেন।

ভাইবার জন্য প্রয়োজনীয় আরো তথ্য অন্য একদিন।

মাহমুদ হাসান হৃদয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
৩৬ তম বিসিএস